ঢাকা সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাংশা হাসপাতালে টেন্ডারে অনিয়মে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ

পাংশা হাসপাতালে টেন্ডারে অনিয়মে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল ও সার্জিক্যাল রিকোয়েরমেন্ট (MSR) কাজের টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. খোকন মিয়া জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ না করেই নিম্নমানের পণ্য ক্রয় করা হচ্ছে। অনুপযুক্ত ঠিকাদার নিয়োগ করা হয়েছে, যেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রথম লোইস্ট দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয়জনকে কাজ দেওয়া হয়েছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে, যা সরকারি নিয়মের পরিপন্থী।

এ বিষয়ে খোকন মিয়া অভিযোগ করে বলেন, আমি নির্ধারিত নিয়ম মেনে অংশ নিয়েছিলাম এবং প্রথম লোইস্ট (Lowest Bidder) হয়েছিলাম। কিন্তু আমার পরিবর্তে কিসের বিনিময়ে দ্বিতীয়জনকে কাজ দেওয়া হলো, তা আমাদের জানানো হয়নি। আমরা জানতে পেরেছি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন বলেন, প্রথম লোইস্টকারী প্রতিষ্ঠানের কাগজপত্র সঠিক না থাকায় দ্বিতীয়জনকে কাজ দেওয়া হয়েছে। তাছাড়া, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হওয়ায় আমাদের কোনো হাত নেই।

পাংশা হাসপাতাল,টেন্ডার,সিভিল সার্জন,লিখিত অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত