মানিকগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জরিমানা
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২১:২০ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইসরাফিল মিয়া (৪৭) নামের একজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাহ উল সাবেরিন এই জরিমানা করেন।
এর আগে বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ভেকু (এক্সকেভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইসরাফিলের ম্যানেজার, ভেকু চালক ও হেলপারকে আটক করে সদর থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলও তাদের দোসর ইসরাফিল বহাল তবিয়তে আছেন। তিনি দীর্ঘ ১৭ বছর যাবত অবৈধভাবে মাটি বাণিজ্য করে আসছেন। বর্তমানে তিনি বিএনপি'র এক শ্রেণীর নেতাদের দোহাই দিয়ে তিন ফসলি জমি, খাস-জমি ও নদী শিকস্তি জমি থেকে দিনরাত মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এতে একদিকে যেমন এলাকার রাস্তাঘাট বিনষ্ট হচ্ছে অপরদিকে শব্দদূষণে রাতের ঘুম হারাম হয়ে গেছে এলাকাবাসীর।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ইসরাফিল মিয়া নামক এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।