উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী। এতে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট।
১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের অধীন ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসি, জি) সাংবাদিকদের বলেন, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে ততই যানবাহনের চাপ বাড়ছে। পরিবারের সাথে ঈদ আনন্দে অংশগ্রহণে কর্মস্থল ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে বাড়ি ফিরছে মানুষ। যাত্রীর নিরাপদ যাত্রা নিশ্চিতে হাটিকুমরুল থেকে যমুনা সেতু এবং চান্দাইকোনা পর্যন্ত ২৪ ঘন্টাই মহাসড়কে কাজ করছে সেনাবাহিনী। সিরাজগঞ্জ আর্মি গত জুলাই আন্দোলন থেকে অদ্যাবধি সিরাজগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সেইসাথে ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য সেনাবাহিনী দিনরাত কাজ করছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, ঈদযাত্রায় মহাসড়কে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আলোকিত বাংলাদেশকে বলেন, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে এবং যমুনা সেতুর উভয় টোলপ্লাজায় ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে উভয় পাশেই ২টি করে বুথ দিয়ে মোটরসাইকেল আলাদাভাবে পারাপার হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।