ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী আটক

রংপুরে অপহৃত ৪ শিশুসহ নারী আটক

রংপুর রেলস্টেশন এলাকায় থেকে অপহৃত চার শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক ওই নারীকে নিজ হাতে শাস্তি দিতে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে ঘণ্টাব্যাপী। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে উদ্ধার করে মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয়।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১০টায় স্টেশন এলাকা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী সময়ে উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এর পরেই স্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে তার বাড়িতেই অবস্থান করেন ওই নারী। শুক্রবার সারাদিন তিনি অবস্থান করেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোন একসময় ওই নারী আশ্রয় দেওয়া আশিকুল ইসলামের সন্তানসহ পার্শ্ববর্তী বাড়ির ৬ থেকে ১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। বাকী তিন শিশুর অভিভাবকরা হলেন মমিনুল, শফিকুল ও রফিকুল। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয় ঘটনাটি। এর পরেই রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় চার শিশুসহ ওই নারীকে আটক করা হয়।

এদিকে অপহরণকারী ওই নারীকে নিজ হাতে শাস্তি দিতে চান উত্তেজিত জনতা। এসময় ওই নারীকে তারা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১১ টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয় ওই নারীকে।

রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, আমরা চার শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। তিনি কুড়িগ্রামের উলিপুরের ফকির চর এলাকার মনছুর আলীর স্ত্রী। চার শিশুকে ইতিমধ্যে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সময় উত্তেজিত জনতার কারণে অপহরণকারী ওই নারীকে নিরাপদে নেওয়া সম্ভব হয়নি। এসময় উত্তেজিত জনতা ওই নারীর বিচার দাবি করে স্টেশন এলাকায় ভিড় করেন। পরে রাত ১১টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নেয়া হয় ওই নারীকে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ভালো খবর হলো নিষ্পাপ এই বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়েছে। রাতেই সবার পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হবে। তার সঙ্গে অন্য আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর,অপহৃত,শিশু,নারী আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত