ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চকরিয়ায় ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) ভোর রাত ৩টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, হারবাং হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন।

নিহত আবুল কালাম আজাদ চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার মৃত ফেরদৌস আহমেদের ছেলে এবং চট্টগ্রাম টেরি বাজারস্থ মোনালিসা শপিং মলের স্বত্বাধিকারী।

হারবাং হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, ৩ টার সময় কক্সবাজারগামী ট্রাক ও চট্টগ্রামগামী কার চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় আসলে ট্রাক ও কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কার থাকা ৩ জনকে আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্য ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

তিনি বলেন, প্রাইভেট কার ও ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া,ট্রাক-প্রাইভেট কার,মুখোমুখি সংঘর্ষ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত