ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

যমুনা সেতুতে ২৪ ঘন্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

যমুনা সেতুতে ২৪ ঘন্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই উৎসবের আমেজ বাড়ছে। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে নারী টানে বাড়ি ফিরছে যাত্রীরা। এতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের চাপ বাড়ছে। যমুনা সেতুতেও স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন পারাপার হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মহাসড়কে ইতোমধ্যেই ঈদ ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। তবে কোথাও এখনও তেমন যানজটের সৃষ্টি হয়নি এবং মহাসড়ক জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুর উভয় টোল প্লাজায় ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯’শ টাকা টোল আদায় হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৭ হাজার ৯৩৭টি যানবাহন থেকে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।

স্বাভাবিক সময়ে এ সেতু দিয়ে ১০ থেকে ১৬ হাজার পর্যন্ত যানবাহন চলাচল করে। কিন্তু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তা বেড়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে। এ কারণে সেতুর টোল আদায়ে উভয় টোল প্লাজায় বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া উভয়পাড়ে টোলপ্লাজা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

যমুনা সেতু,টোল আদায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত