সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আজ রোববার (৩০ মার্চ) দেশটিতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এর সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতেও ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কিষামত প্রাণকৃষ্ণ এলাকার ইমাম মো. এরশাদুল হক। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মসজিদ কমিটির সভাপতি মজিবর রহমান জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন তারা। আগে ভুরুঙ্গামারীতে গিয়ে নামাজ আদায় করলেও গত চার-পাঁচ বছর ধরে স্থানীয়ভাবে জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এ বছর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক মুসল্লি এতে অংশ নেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, ঈদের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।