ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দুমকিতে জমি বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

দুমকিতে জমি বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

পটুয়াখালীর দুমকীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত আবদুল জলিল (৫০) ও তার ছেলে শফিকুল ইসলাম ইমরান (২৩) বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৩০ মার্চ) দুপুর ৩টার দিকে দুমকী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলাম ইমরান জানান, তাদের বাড়ির ওপর দিয়ে টমটমে লাকড়ি নেওয়া নিয়ে প্রতিবেশী হান্নান মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে তার আপন ফুপাতো বোন আসমা আক্তার প্রতিপক্ষকে তাকে মারার নির্দেশ দেন। একপর্যায়ে আসমার বাবা তৌহিদ জোমাদ্দার দেশীয় গাছ কাটার দা দিয়ে ইমরানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন। পাশাপাশি আসমা আক্তার ও তার ছোট বোন কলি আক্তার শাবল দিয়ে ইমরানের বাবা আবদুল জলিলকে আঘাত করলে তার বাম চোখ গুরুতরভাবে জখম হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ইমরানের অভিযোগ, তার ফুপুর জমি তিনি আগেই বিক্রি করেছেন, কিন্তু তার মেয়ের জামাই আঙ্গারিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম চান মিয়া ২০২৩ সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই জমি জবরদখল করে ঘর তুলেছেন। মূলত এখান থেকেই বিরোধের সূত্রপাত।

অভিযুক্ত তৌহিদ জোমাদ্দারের নিকট উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাড়ির ভেতরে লাকড়ি নেওয়াকে কেন্দ্র করে হান্নান ও ইমরানের হাতাহাতির একটি ছবি আমার বড়ো মেয়ে আসমা তুলে। অত:পর ছবি তোলাকে কেন্দ্র করে আজ এ ঘটনা। বাবা-ছেলের আহতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, টমটমে থাকা লাকড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করলেও উপস্থিত লোকজন আমাকে প্রতিরোধ করায় তা লাগে নি। আর ইমরানের হাতে থাকা শাবলের আঘাতে সে নিজে আহত হতে পারে বলে ধারণা করেন তিনি। এ বিষয়ে তার মেয়ে আসমা আক্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন 'আলোকিত বাংলাদেশ'কে বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জখম,জমি,দখল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত