কিশোরগঞ্জের কটিয়াদীতে এক নৈশপ্রহরীর স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণের অভিযোগ উঠেছে হাকিম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত হাকিম উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
মঙ্গলবার (১ এপ্রিল) ভুক্তভোগী নিজেই কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগে, সোমবার (৩১ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে ঈদের রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঈদের রাতে তার স্বামী কর্মস্থলে ছিলেন। এ সময় ছোট সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন ওই নারী। গভীর রাতে জানালা দিয়ে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে হাকিম।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, "ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।"