জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, "নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে এক মহান জাতীয় ঐক্য প্রয়োজন।"
তিনি বলেন, "আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বারবার লড়াই করেছি। নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই ত্যাগের মূল্যায়ন ভুলে গিয়ে স্বার্থের রাজনীতি শুরু হয়েছে। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো—জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখা, যেখানে ব্যক্তি বা দল বড় হতে পারবে না।"
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আসুন, স্বার্থপরতার রাজনীতি পরিহার করি। দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবি। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ ঐক্যই আমাদের শক্তি, মুক্তি ও স্বাধীনতা রক্ষার পথ।"
তিনি মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মো. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন প্রমুখ।
সভাপতিত্ব করেন: বিজয়করা ইসলামী সমাজকল্যাণ পরিষদের ডা. বেলায়েত হোসেন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি আবদুল আলিম ভূঁইয়া শামীম ও জামায়াত নেতা কাজী রবিউল হোসেন রকি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সহ-সভাপতি ডাঃ আগা আনসারুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, ইউসুফ মেম্বার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বেলাল উদ্দিন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।