সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৬:৫৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ঈদ উৎসবের আনন্দে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গৌরীপুর মাঠে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। মঙ্গলবার (ঈদের পরদিন) বিকেলে স্থানীয় তরুণদের সংগঠন ‘বিটপীর’ এর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষের ভিড় জমে যায়। লাঠিয়ালরা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে ঢাল ব্যবহার করেন এবং আঘাত করতে পারলেই যোগ হয় পয়েন্ট।
স্থানীয়রা বলছেন, হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলাকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। নতুন প্রজন্মের মধ্যে লাঠি খেলার ঐতিহ্য ছড়িয়ে দিতে তারা উৎসাহ প্রকাশ করেন।
লাঠিয়াল আবু বক্কার বলেন, "ছোটবেলায় বাপ-দাদাকে লাঠি খেলা খেলতে দেখেছি। সেখান থেকেই শিখেছি এবং এখনো খেলতে ভালোবাসি। তরুণদের ডাকে সাড়া দিয়ে এখানে খেলতে এসেছি।"
অনুষ্ঠানের সঞ্চালক ও ব্যাংক কর্মকর্তা আলহাজ উদ্দিন বলেন, "গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ প্রায় বিলুপ্তির পথে। স্থানীয় তরুণদের উদ্যোগে নতুন করে এ খেলার আয়োজন হয়েছে, যা খুবই প্রশংসনীয়। আমাদের উচিত এই ঐতিহ্য ধরে রাখা এবং প্রতি বছর এর আয়োজন করা।"