সিরাজগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

দুই দফায় চলা এই সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৫৬ জন আহত হন, যাদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে ঈদের দিন (সোমবার) দুপুরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরদিন (মঙ্গলবার) বিকেলে আবারও সংঘর্ষ বাধে, যেখানে নতুন করে ২৯ জন আহত হন। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য নতুন সংঘর্ষ ঠেকাতে দাঙ্গা পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন ওসি।