নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর চৌমুহনীতে প্রয়াত বিএনপি নেতা হেলাল উদ্দিন মাসুদ (মেন্ডেলা মাসুদ) এর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঈদের দ্বিতীয় দিন (বুধবার) সকালে চৌমুহনী শহর শাখার উদ্যোগে তার ছোট ছেলের (৪) শারীরিক সমস্যা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় জামায়াত নেতৃবৃন্দ প্রয়াত নেতার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে একই এলাকায় বিএনপির সাবেক চৌমুহনী পৌরসভা সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সহ-সভাপতি সাদেক উল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, চৌমুহনী শহর জামায়াতের আমির মোঃ জসিম উদ্দিন, বেগমগঞ্জ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ও সহসভাপতি ইমাম হোসেন প্রমুখ।