দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়ায় প্রায় ৫০০ বছর পুরোনো ঐতিহাসিক ‘সুর’ মসজিদ আজ ধ্বংসের পথে। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা মৌজার তেলিপাড়া গ্রামে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটি স্থানীয়দের কাছে ‘সুর মসজিদ’ নামে পরিচিত। মসজিদটির দৈর্ঘ্য ২২ ফুট, প্রস্থ ১২ ফুট এবং ভেতরের প্রস্থ ৮ ফুট। দেয়ালে রয়েছে তিনটি দরজা, আর পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। মসজিদটির ছাদে রয়েছে তিনটি গোলাকার ছোট গম্বুজ।
ছোট ছোট ইট দিয়ে তৈরি মসজিদের দেয়ালে নিপুণ কারুকাজ খোদাই করা রয়েছে, যা নির্মাণশৈলীর দিক থেকে মোগল আমলের নিদর্শন বলে ধারণা করা হয়। তবে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় মসজিদের সৌন্দর্য ও স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন মাসুম বলেন, "মসজিদটি দীর্ঘকাল আগে নির্মিত হলেও বর্তমানে সেখানে নামাজ আদায় হয় না। তবে ঈদের সময় বার্ষিক জামাত অনুষ্ঠিত হয়। সংরক্ষণের অভাবে মসজিদটির কারুকাজ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, "জনশ্রুতি রয়েছে, মসজিদটি এক রাতেই নির্মিত হয়েছিল। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি, মসজিদের বয়স প্রায় ৪০০ থেকে ৪২৫ বছর হতে পারে।"
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে জানান, যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না নিলে মসজিদটি একসময় পুরোপুরি বিলীন হয়ে যাবে। তাই প্রাচীন এই নিদর্শন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।