শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তিতে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও তাদের সন্তানদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে বিদ্যালয় মাঠে রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জাহেদুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘হৃদ্যতার টানে স্কুলের পানে, এসো মিলি মেলবন্ধনে’ এই শ্লোগানকে ধারন করে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার সর্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মো. জহিরুল আলম ও সদস্য সচিব মো. আরিফ মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট সমূহের মধ্যে, নিবন্ধনকারী পুরুষদের মধ্যে মোরগ লড়াই ও নারীদের মধ্যে লক্ষ্যস্থির, ছোট বালকদের মধ্যে ব্যাঙ দৌড়, মোরগ লড়াই ও ঝুড়িতে বল নিক্ষেপ, ছোট বালিকাদের মধ্যে ১০০ মিটার দৌড়, মধ্যম বালিকাদের মধ্যে ঝড়ের দিনে আম কুড়ানো ও বড় বালিকাদের মধ্যে লক্ষ্যস্থির ছিলো উল্লেখযোগ্য। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব এস.এম.ডি হাফিজ, ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মো. জামান মিয়া ও সদস্য সচিব মো. মনির হোসেন মনি; শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটির আহবায়ক মো. সোহেল রানা ও সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, স্মরণিকা প্রস্তুত উপ-কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম লালন ও সদস্য সচিব সেলিম রেজা, অর্থ ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব মো. মাহমুদুল হাসান মাহিন; বিজ্ঞাপন, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম ও সদস্য সচিব মো. জোবায়েদ হোসেন, সাজসজ্জা ও স্থান প্রস্তুতি উপ-কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম ও সদস্য সচিব মো. বাবুল হাসান, প্রযুক্তি এবং অডিও-ভিজ্যুাল উপ-কমিটির আহবায়ক মো. আব্দুল হালিম ও সদস্য সচিব নাঈম উদ্দিন লিটু; অতিথি আমন্ত্রণ, সন্মাননা ও অভ্যর্থনা উপকমিটির আহবায়ক মো. আবু সাঈদ ও সদস্য সচিব আরিফ হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক ডা. মোহাম্মদ শরীফ আহমেদ ও সদস্য সচিব রেদোয়ান আহমেদ রিফাত, স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক মোক্তার হোসেন শামীম ও সদস্য সচিব হাসনাত মাহমুদ হিমেল, আইটি এক্সপার্ট সাব-কমিটির আহবায়ক রিংকন পবলু ও সদস্য সচিব মাজহারুল ইসলাম এবং নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদ মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী মন্ডল ও তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও তাদের সন্তানরা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মী ও ইউটিউবারগন উপস্থিত ছিলেন।