ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নামাকৈয়াকুড়ি বিদ্যালয়ের রজতজয়ন্তীতে স্মরণিকার মোড়ক উন্মোচন

নামাকৈয়াকুড়ি বিদ্যালয়ের রজতজয়ন্তীতে স্মরণিকার মোড়ক উন্মোচন

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। ‘হৃদ্যতার টানে স্কুলের পানে, এসো মিলি মেলবন্ধনে’—এই স্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১ এপ্রিল) বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জাহেদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সদস্য সচিব এস.এম.ডি হাফিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণিকা প্রস্তুত উপ-কমিটির আহ্বায়ক ও স্মরণিকার সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সহযোগী সম্পাদক সেলিম রেজা, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াদুদ হোসেন শামীম, এবং অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলার সৃষ্টি হয়। বিভিন্ন উপ-কমিটির দায়িত্বপ্রাপ্তরা স্মরণিকা প্রকাশ ও রজতজয়ন্তী আয়োজনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা, শৃঙ্খলা, ক্রীড়া ও সংস্কৃতি, অর্থ, প্রযুক্তি, অতিথি সংবর্ধনা, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা।

স্মরণিকাটি বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি কবিতা, ছড়া, ছোটগল্প, কৌতুক, রম্যরচনা ও শিক্ষামূলক বিভিন্ন বিষয় দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। এতে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের লেখনী স্থান পেয়েছে।

এই রজতজয়ন্তী অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশ বিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মনে করেন আয়োজকরা।

আবা/সজল

স্মরণিকা,রজতজয়ন্তী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত