ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ফ্যাসিবাদী সরকারের নৈরাজ্যে শিক্ষা ব্যবস্থা ধ্বসে পড়েছে: সালাহউদ্দীন আহমেদ

ফ্যাসিবাদী সরকারের নৈরাজ্যে শিক্ষা ব্যবস্থা ধ্বসে পড়েছে: সালাহউদ্দীন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দীন আহমেদ বলেছেন, “শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু বিল্ডিং নয়, শিক্ষা প্রতিষ্ঠান মানেই হল শিক্ষক। আশা করি, এ প্রতিষ্ঠানে যুগোপযোগী পাঠদান অব্যাহত থাকবে। তবে ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করেছে, যার ফলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বসে পড়েছে। আসুন, সবাই মিলে একটি স্বপ্ন দেখি এবং শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখি।”

বুধবার (২ এপ্রিল) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার এস.এম. আবুল হোসাইন।

অনুষ্ঠানে কক্স এইড ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সহকারী অ্যাটর্নি জেনারেল কুতুব উদ্দিনের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসিনা আহমেদ ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব এম মোবারক আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এস.এম. মনজুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শফিউল আলম, সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ আলম, আকতার কামাল, সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, আনিসুর রহমান, ইউনিয়ন যুবদল সভাপতি আরফাত কামাল জিকু, সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদ রাশেলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

এছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কলেজের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন সালাহউদ্দীন আহমেদ।

সালাহউদ্দীন আহমেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত