চাঁদপুর নৌ-সীমানার মতলব উত্তরের ষাটনলে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমনা আক্তার (১২) নামে এক কিশোরীর করুন মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, কিশোরীর নাম সুমনা আক্তার। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সুমন আহম্মদের মেয়ে। নিহত সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার ভাই মতলব উত্তরের লালপুর এলাকায় ভাড়া বাসায় থাকে। সেখান থেকে নদীতে গোসল করতে আসে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনা তার ভাইয়ের বাসা থেকে ভাতিজার সাথে দুপুরে মেঘনা নদীতে ষাটনল পর্যটন এলাকায় গোসল করতে নামেন। নদীতে নেমে সে সেখানে স্রােতের তোরে নদীর পানিতে তলিয়ে যায়। পরে আশ পাশের লোকজন পানিতে নেমে উদ্বারের জন্য অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
পরে মতলব উত্তর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা বেলা আড়াইটার দিকে খবর পাই। পরে ঘটনাস্থালে এসে উদ্ধারের জন্য কিশোরিকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে চাঁদপুর নৌ ফায়ার ইউনিটের ডুবুরিদের খবর দেয়া হয়। চাঁদপুরের ডুবুরি এসে সুমনা নামের কিশোরীকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন।