ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চৌদ্দগ্রামে বাক প্রতিবন্ধী জাহেরা বেগমকে স্বপ্নপূরণের নতুন ঘর উপহার

চৌদ্দগ্রামে বাক প্রতিবন্ধী জাহেরা বেগমকে স্বপ্নপূরণের নতুন ঘর উপহার

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশন এক বিশেষ উদ্যোগের মাধ্যমে বাক প্রতিবন্ধী জাহেরা বেগমকে একটি নতুন টিনসেড ঘর উপহার দিয়েছে।

বুধবার (১ এপ্রিল) উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করণী গ্রামে ঘরটি হাতে তুলে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, পরিচালক মনির হোসেন খোকন, আবদুল মমিন, মোহাম্মদ হোসেন নয়ন, মনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ফখরুদ্দিন ইমন, বেলাল হোসেন শাকিল, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জাহেরা বেগমের ঘরটি ছিল অত্যন্ত ঝরাজীর্ণ ও অস্বাস্থ্যকর অবস্থায়। এ পরিস্থিতিতে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের টিম তার অবস্থা পর্যবেক্ষণ করে নতুন একটি টিনসেড ঘর নির্মাণের উদ্যোগ নেয়। নতুন ঘর পেয়ে জাহেরা বেগমসহ এলাকাবাসী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপহার,ঘর,স্বপ্নপূরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত