ঢাকা সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান জানান, হাটিকুমরুল গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হেদায়েতুল আলম রেজা এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ঈদের তৃতীয় দিন বুধবার সকালে সলঙ্গার চড়িয়া গ্রামে তার ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া, হাটিকুমরুল হাইওয়ে থানায় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায়ও তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোখলেসুর রহমান।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত