সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাঐখোলা ঝিনাইদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাফিয়া খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মাফিয়া বগুড়ার ধুনট উপজেলার পিরহাটি গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে।
রায়গঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, ঈদের তৃতীয় দিন বুধবার দুপুরে মাফিয়া খাতুন বাঐখোলা গ্রামে তার নানা খাজিবুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং স্বজনদের অনুরোধে, অভিযোগ না থাকায়, তা পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।