ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা

সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় মামলা

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আহত বিএনপি নেতা শাহাদৎ হোসেন বুধবার সকালে থানায় এ মামলাটি দায়ের করেন।

সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বিএনপির শাহাদৎ হোসেন ও আসামিদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। ঈদের দিন নামাজের পর আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা রাকিব হোসেন খানের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রাকিবকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়।

হামলায় আহত বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহাদৎ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মোখলেসুর রহমান।

মামলা,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত