সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
আহত বিএনপি নেতা শাহাদৎ হোসেন বুধবার সকালে থানায় এ মামলাটি দায়ের করেন।
সলঙ্গা থানার ওসি মোখলেসুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বিএনপির শাহাদৎ হোসেন ও আসামিদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। ঈদের দিন নামাজের পর আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা রাকিব হোসেন খানের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রাকিবকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়।
হামলায় আহত বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহাদৎ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মোখলেসুর রহমান।