ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

লোহাগাড়া দুর্ঘটনায় আহতদের দেখতে চমেকে উপদেষ্টা ফারুক ই আজম

লোহাগাড়া দুর্ঘটনায় আহতদের দেখতে চমেকে উপদেষ্টা ফারুক ই আজম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে এবং তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পরিদর্শনে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং উপপরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী৷

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১টার দিকে তারা চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড এবং আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তারা আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

উপদেষ্টা,ফারুক ই আজম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত