কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জেরে নিজের স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারী নুর বেগম (৩৮) বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার মেয়ে।
অভিযুক্ত আব্দুর রহিম তার দ্বিতীয় স্ত্রী নুর বেগমকে নিজ ঘরে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
স্থানীয়রা গুরুতর আহত নুর বেগমকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।