পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "পার্বত্য অঞ্চলের সমস্যার মূল কারণ চাঁদাবাজি। এটি কঠোর হাতে দমন করা হবে এবং এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কমাতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, "৫ আগস্টের পর কিছু অস্ত্র থানায় হারিয়ে গেছে, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে।"
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ত্রিপুরা রাজ্য সরকারের পার্বত্য চট্টগ্রাম দখল সংক্রান্ত গুজবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "ভারতীয় গণমাধ্যম গুজব রটনায় চ্যাম্পিয়ন। তাদের মূল কাজ এখন গুজব ছড়ানো। দেশীয় গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সঠিক তথ্য প্রচার করতে হবে।"
বৃহস্পতিবার দুপুরে সাজেক পর্যটন এলাকা এবং ২৭ বিজিবির সাজেক বিওপি পরিদর্শন শেষে রাঙামাটির বিজিবি সেক্টর হেডকোয়ার্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ কামাল, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।