ঢাকা বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলনে ছিলাম: বরকত উল্লাহ বুলু

তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলনে ছিলাম: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, "জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তারেক রহমানের নির্দেশে আমরা নেতাকর্মীরা রাজপথে ছিলাম।"

তিনি বলেন, "বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পর গত সাত বছর ধরে তারেক রহমান দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। শহীদরা বাংলার চেতনার বাতিঘর, তাদের আত্মত্যাগ আমাদেরকে ঋণী করেছে।"

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বরকত উল্লাহ বুলু বলেন, "দেশকে সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত জাতীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে।"

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বেগমগঞ্জ উপজেলায় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। চৌমুহনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকত উল্লাহ বুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীম বরকত লাকী। সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী ও ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া, বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তারেক রহমান,বুলু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত