ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মোটরসাইকেল চাপা দিয়ে শিশু হত্যার চেষ্টা, গ্রাম পুলিশের বাড়িতে ভাংচুর

মোটরসাইকেল চাপা দিয়ে শিশু হত্যার চেষ্টা, গ্রাম পুলিশের বাড়িতে ভাংচুর

পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের কায়না গ্রামে মোটরসাইকেল চাপা দিয়ে মাসরুফা (৫) নামের এক শিশুকে হত্যা চেষ্টার ঘটনায় স্থানীয় গ্রাম পুলিশ জসীম মৃধার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়েছে।

বৃহস্পতিবার এই হামলা ও ভাংচুর করার ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের ব্যবসায়ী চুন্নু মৃধা ঈদ উপলক্ষে সপরিবারে গ্রামের বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় একই গ্রামের দেলোয়ার মৃধার ছেলে সুমন তার শিশু কন্যা মাসরুফাকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এ খবর পেয়ে কতিপয় গ্রামবাসী ক্ষুব্দ হয়ে সুমনের বাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় সোহরাব হোসেন (৬৫), মো. ইউসুফ মৃধা (৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা (৩৫) গুরুতর আহত হন।

গ্রাম পুলিশ জসীম মৃধার স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামীর কোনো অপরাধ নেই। সকাল ৮টার দিকে জাহাঙ্গীর হোসেন ও জামালসহ ২৫/৩০ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাড়িতে ভাংচুর চালায়। আমি এ ঘটনার বিচার চাই।

চুন্নু মৃধা বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আমার ৫ বছরের মেয়েকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায় দেলোয়ার মৃধার ছেলে সুমন। খবর পেয়ে আমি মেয়েকে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে নিয়ে আসি। এরপর কারা মারামারি করেছে আমার জানা নেই।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, একটি বাচ্চার গায়ে মোটর সাইকেল উঠিয়ে দেয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোটরসাইকেল,চাপা দিয়ে শিশু হত্যার চেষ্টা, গ্রাম পুলিশের বাসায় ভাংচুর,শিশু হত্যা,গ্রাম পুলিশ,ভাংচুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত