ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৫ দিন পর খোলপেটুয়া নদীর ভাঙন স্থলে রিং বাঁধ নির্মাণ শুরু

৫ দিন পর খোলপেটুয়া নদীর ভাঙন স্থলে রিং বাঁধ নির্মাণ শুরু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর ভাঙন স্থলে পাঁচ দিনপর অস্থায়ী রিং বাঁধ নির্মাণ শুরু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই বাঁধ তৈরির কাজ শুরু হয়।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো-১) এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জিওব্যাগ দিয়ে প্রথমে পানি আটকানো হচ্ছে। এরপর ধাপে ধাপে মূল বাঁধ তৈরি করা হবে। আগামি দুই-এক দিনের মধ্যে বাঁধ নির্মাণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ঈদুল ফিতরের দিন সকাল ৯টার দিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায় দুই’শ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। মুহুর্তের মধ্যে গ্রামবাসীর ঈদের আনন্দ বানের জলের সাথে মিশে যায়।

হাজার হাজার স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দুই দফায় ভাঙ্গন পয়েন্টে বিকল্প রিংবাধ নির্মাণের চেষ্টা চালালেও তা জোয়ারের তোড়ে ব্যর্থ হয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে কয়েক হাজার মানুষ। ভেসে যায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। বিদ্যুৎ বিহীন রয়েছে সেখানকার তিনটি গ্রাম। বর্তমানে এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

খোলপেটুয়া নদী,ভাঙন,রিং বাঁধ,নির্মাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত