সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ যাত্রী।
বৃহস্পতিবার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই উপজেলার পাঁচলিয়া আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও একই এলাকার ডুবডাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার বিকেলে হাটিকুমরুল থেকে ওই সিএনজি যাত্রীযোগে উল্লাপাড়া যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ওই ২ জন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।