সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে ৪টি বাস কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈদের পঞ্চম দিন শুক্রবার দুপুরের দিকে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন, বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।