সিরাজগঞ্জে কৃষকের ১১ গরু লুট করেছে সংঘবদ্ধ ডাকাতদল

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৮:১৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার যমুনার দুর্গম চরাঞ্চলের কৃষক আলমগীর হোসেনের ১১টি গরু লুট করে নিয়ে গেছে দূর্ধর্ষ ডাকাতদল।

ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার গভীর রাতে দুর্গম চরাঞ্চল গাবেরপাড়া চরে এ ডাকাতির ঘটনা ঘটে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, যমুনার দুর্গম চরাঞ্চলে জনবসতিহীন ওই চরের মধ্যে ঘর করে কৃষক দম্পত্তি বসবাস করেন। ওইদিন গভীর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত ওই দম্পত্তির হাত পা বেঁধে ১১টি বড় গরু নিয়ে যায় এবং ৩টি বাছুর রেখে যায়। সব মিলিয়ে আগামি কোরবানী ঈদের আগে বিক্রির জন্য তৈরি করা ৩টি বড় ও ১টি ছোট ষাঁড়, ৩টি বকনা ও ৪টি গাভি নিয়ে গেছে দূর্ধর্ষ ডাকাতদল। এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ডাকাতির ঘটনায় ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।

পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে এবং ইতোমধ্যেই আশপাশের থানাগুলোতে মেসেজ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন ওসি।