ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেল স্বামী

রাঙামাটিতে ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেল স্বামী

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনিতে ভাড়া বাসায় স্ত্রীকে হত্যার পর পালিয়ে গেছে এক ব্যক্তি। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ঘটেছে এ মর্মান্তিক হত্যাকাণ্ড। এখনও নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল এক দম্পতি পরিচয়ে ওই বাসাটি মাসিক ৩ হাজার টাকায় ভাড়া নেন। তারা এক হাজার টাকা অগ্রিম প্রদান করে ঘরে ওঠেন। কিন্তু পরদিন থেকেই ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

চারদিন পর, ৪ এপ্রিল রাতে ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে এলাকাবাসী সন্দেহ প্রকাশ করে থানায় খবর দেন। পরে রাত তিনটার দিকে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের মেঝেতে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি জাতীয় পরিচয়পত্র এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এসব আলামতের ভিত্তিতে ঘাতক স্বামীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

স্ত্রীকে,হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত