ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

পাবনার সুজানগরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। ১৬ ঘণ্টার দীর্ঘ উদ্ধার অভিযানের পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) এবং তার স্ত্রী মৌ আক্তার (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীর তীরে অবস্থিত কাঞ্চন পার্কে বেড়াতে যান হৃদয় ও মৌ। তারা সহ ২০-২৫ জন একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় চড়ে নদীতে ভ্রমণে বের হন। নদীর মাঝখানে হঠাৎ করে পানির তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।

স্থানীয়দের সহায়তায় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় ও মৌ নিখোঁজ হন। খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযানে নামে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহীর ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। দীর্ঘ ১৬ ঘণ্টা চেষ্টার পর শনিবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


আবা/এসএস

নৌকাডুবি,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত