ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই: উপদেষ্টা আলী ইমাম মজুমদার

খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই: উপদেষ্টা আলী ইমাম মজুমদার

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর খাদ্য ও ভূমি বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সম্প্রতি বন্যার কারণে আমন ধানের ক্ষতি হলেও বোরোতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছর খাদ্য উদ্বৃত্ত থাকবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, “সরকার খাদ্য মজুদের বিষয়ে সন্তোষজনক অবস্থানে রয়েছে। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়, সে বিষয়েও সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “কৃষকরাই দেশের উন্নয়নের প্রথম সারির সৈনিক। তাদের ভালো থাকা মানেই দেশের ভালো থাকা। তাদের উৎপাদিত ফসলই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি।”

উপদেষ্টা বলেন, হাওর এলাকার কৃষকরা এখন ধানের পাশাপাশি ভুট্টা, সবজি চাষ, হাঁস-মুরগি পালন ও মাছচাষসহ নানাবিধ কার্যক্রমে যুক্ত হচ্ছেন। ফলে হাওর এখন এক সম্ভাবনাময় জনপদে পরিণত হয়েছে।

তিনি জানান, হাওরের খালবিল শুকিয়ে যাওয়ার প্রবণতা রোধে সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে। বড় নদ-নদীগুলোতেও নাব্যতা ফিরিয়ে আনার জন্য খনন কার্যক্রম চালানো হচ্ছে।

সমাবেশে কৃষকরা সেচ সমস্যা, রাস্তার দুরবস্থা ও খাবার পানির সংকটের কথা জানান। উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে এসব সমস্যা সমাধানের নির্দেশ দেন।

পরে তিনি অষ্টগ্রামের ভাতশালা হাওরের বোরো ধানের মাঠ ঘুরে দেখেন।

কৃষক সমাবেশে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মো. হাসান চৌধুরী, অষ্টগ্রামের ইউএনও দিলশাদ জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জ পৌঁছে উপদেষ্টা সার্কিট হাউসে অবস্থান করেন এবং পরে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

খাদ্য,উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত