ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মাগুরায় আধিপত্যের জেরে বাড়িতে ভাঙচুর-লুটপাট

মাগুরায় আধিপত্যের জেরে বাড়িতে ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে উপজেলার মুজদিয়া গ্রামে ৪ টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এ ঘটনায় তিন বছরের শিশু ও এক যুবক আহত হয়েছে।

শনিবার সকালে সংবাদ শোনার পর শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচারের আশ্বাস দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মদনপুর গ্রামের মাসুদ মজুমদার ও বাবলু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। মাসুদ মজুমদার শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এ বিরোধের জেরে শুক্রবার রাতে বাবলু মিয়ার সমর্থকেরা মাসুদ মজুমদারে সমর্থক সত্তার জোয়ার্দার, পাইলট ওরফে কাওছার, মনছের শেখ, শাহীন খানের বাড়িতে অতর্কিত হামলা চালায় এবং তাদের ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় তিন বছরের শিশু হুমায়রা এবং অপর যুবক সাকিব মিয়া (২০) আহত হয়। তারা দুজনই মাসুদ মজুমদারের সমর্থক বলে জানা যায়৷

এ বিষয়ে সত্তার জোয়ার্দার বলেন, শুক্রবার রাতে শ্রীপুরে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সুযোগকে কাজে লাগিয়ে বাবলু মিয়ার লোকজন আমার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা আমার ঘরের আসবাবপত্র, স্বর্ণের চেইন, নগদ টাকা এবং টিউবওয়েল খুলে নিয়ে যায়। আমি গরীব মানুষ। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷

ভাঙচুর,লুটপাট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত