সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর ওয়াপদা বাঁধ মহল্লায় সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় স্কুল ছাত্র আশিক হোসেনকে (১৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সে ওই মহল্লার দুলাল হোসেনের ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমেছে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত স্কুল ছাত্র ঈদের পঞ্চম দিন শুক্রবার বিকেলে একই এলাকার আল-আমিনের সেচ পাম্পে গোসল করতে যায়। এ সময় আল-আমিন ও তার ছেলে রিফাত নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আশিকের ঘাড়ে বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনার পর বাবা ও ছেলে পলাতক রয়েছে।
পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার সকালে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন ওসি।