ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মন্দিরে ৬ টি প্রতিমা ভাঙচুর, পুলিশের অভিযান শুরু

সিরাজগঞ্জে মন্দিরে ৬ টি প্রতিমা ভাঙচুর, পুলিশের অভিযান শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার চালা মহল্লার ঐতিহ্যবাহী দোল ভিটা মিলন সংঘ মন্দিরে হামলা চালিয়ে ৬টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।

শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবু সাঈদ জানান, মন্দিরে থাকা গণেশ, লক্ষ্মী ও সরস্বতীসহ ৬টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনা তদন্তে পুলিশ মাঠে নেমেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে দোল ভিটা মিলন সংঘ মন্দির পরিচালনা কমিটির নেতারা জানান, যুগ যুগ ধরে এখানে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা হয়ে আসছে। এলাকার সবার সহযোগিতায় অনুষ্ঠান হয়। এমন ঘটনায় তারা মর্মাহত ও শঙ্কিত।

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাণী সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান, এটি এলাকার একটি ঐতিহ্যবাহী মন্দির। অতীতে এমন ঘটনা কখনও ঘটেনি। নিরাপত্তার ঘাটতির কারণে এই ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চলছে এবং জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।"

প্রতিমা,ভাঙচুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত