ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা, কুড়িগ্রামে সেবাপ্রাপ্তরা খুশি

ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা, কুড়িগ্রামে সেবাপ্রাপ্তরা খুশি

ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও কুড়িগ্রামের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ায় সেবা গ্রহণকারীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোদাব্বের হোসেন এবং সহকারী পরিচালক (সিসি) ডা. মো. মনজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলার সকল ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব-পরবর্তী, কিশোর-কিশোরী ও সাধারণ স্বাস্থ্যসেবা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হলেও কুড়িগ্রাম সদর উপজেলার ২৫০ শয্যার জেলা হাসপাতালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ রৌমারী, চিলমারী, নাগেশ্বরী, ফুলবাড়ী, উলিপুর ও ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত ধমশ্রেণী, পাইকেরছড়া, রামখানা, নুনখাওয়া, ঘড়িয়ালডাঙ্গা, চাকিরপাশার, থানাহাট, দাঁতভাঙ্গা ও বেরুবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জরুরি সেবা সচল রয়েছে। এসব কেন্দ্রে সাধারণ চিকিৎসার পাশাপাশি নরমাল ডেলিভারি ও পরিবার পরিকল্পনা সেবাও দেওয়া হচ্ছে।

জেলায় মোট ৭২টি ইউনিয়ন, ৩টি পৌরসভা, একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের প্রতিটিতেই বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে।

রৌমারী উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. জান্নাতুন্নাহার বলেন, "উপপরিচালক স্যারের নির্দেশে আমরা ছুটির মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।" সেবা নিতে আসা প্রসব-পরবর্তী রোগী নুরুন্নাহার জানান, "ঈদের দিনে ডাক্তার আপা শুভেচ্ছা জানিয়েছেন এবং আন্তরিকভাবে সেবা দিয়েছেন।"

এদিকে কুড়িগ্রাম শহরের কলেজপাড়ার বাসিন্দা সালেহা সুলতানা মৌসুমি জানান, "আমি নিয়মিত পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করছি। ঈদের ছুটিতেও সেই সেবা পেয়েছি, এজন্য আমি সন্তুষ্ট।"

স্বাস্থ্যসেবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত