ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

হাসিনা পালিয়ে যাওয়া মানেই ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে: হারুনুর রশীদ

হাসিনা পালিয়ে যাওয়া মানেই ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে: হারুনুর রশীদ

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানেই শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এই অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি।

হারুনুর রশীদ বলেন, সংস্কারতো হয়েই গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানেই শতকরা ৮০ভাগ সংস্কার হয়ে গেছে। এই দেশের জনগণের দাবি ছিল শেখ হাসিনার পতন। কারণ হাসিনা ছিল ভোট চোর, মুনাফেক। শেখ হাসিনা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। শেখ হাসিনার সঙ্গে-সঙ্গে তার সাঙ্গু-পাঙ্গুরা পালিয়েছে। সুতরাং তারা (আওয়ামী লীগ) যে অপরাধ করেছে, তার বিচার হবে। বিচার একদিনের কাজ না। বছরের পর বছর সময় লাগবে। তাদের বিচার হবেই।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে যে সংস্কৃতির মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোগুলোকে গড়ে তুলেছিল আওয়ামী লীগ। সেগুলো সংস্কার করে দিলেই তো; সংস্কার হয়ে গেলো। সংস্কার-সংস্কার করে এত ফেনা না তুলে নির্বাচনের জন্য যতটুক দরকার ততোটুক সংস্কার সম্পন্ন করে যতদ্রুত সম্ভব নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতে হবে।

অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়ে হারুনুর রশীদ বলেছেন, প্রফেসর ড. ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে কোন ছলচাতুরি করবেন না। আপনি নিজেই বলেছেন আগামী ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন দিবেন। আপনি এখনও রোডম্যাপ ঘোষণা করেননি। সুতরাং যত দ্রুত সম্ভব রোডম্যাপ দিয়ে নির্বাচন সম্পন্ন করুন।

চাঁপাইনবাবগঞ্জের প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতা হারুন বলেন, জেলায় হাজার হাজার টাকা খরচ করে পদ্মায় বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে হাজার হাজার ট্রাক্টর দিয়ে মাটি উঠাচ্ছে কারা? মাটি উঠানোর কারণে ওই বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। প্রশাসন যদি আগামী সপ্তাহের মধ্যে অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধ না করে। তাহলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অফিস ঘেরাও হবে।

হারুনুর রশীদ বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লাখ-লাখ বিএনপির নেতাকর্মীদের মামলা, নির্বাচন বর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে জনমত তৈরি করেছিলাম। তারই ফসল হচ্ছে গত চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো.নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, বিএনপি নেতা আকম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম প্রমুখ।

শেখ হাসিনা,সংস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত