ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩

উখিয়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুতুপালং জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন (৩২), মোহাম্মদ হোসাইনের ছেলে আবদুল মান্নান (৩৭) এবং তার বোন শাহিনা বেগম (৪০)। নিহত তিনজনই সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই-বোন।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রবিবার সকালে ওই জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছুরি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতাল, আলিফ হাসপাতাল ও উখিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, “জমি নিয়ে পূর্বশত্রুতির জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে।”

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “সংঘর্ষে নিহতদের মধ্যে মাওলানা মামুন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ছিলেন।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, “সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

নিহত,খতিব,সংঘর্ষ,রক্তক্ষয়ী,জমি,বিরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত