ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

ঈশ্বরদীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে ঈশ্বরদীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ খেলার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এদিন সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ঈশ্বরদী ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান তাঁরা প্রমুখ। এ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন খেলার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী,আন্তর্জাতিক ক্রীড়া দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত