সাতক্ষীরায় ৭ বছর ভেজাল দুধের ঘি তৈরি করার অভিযোগে দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলো-সদর উপজেলার হাবাসপুর গ্রামের অশোক ঘোষের ছেলে কমল ঘোষ ও দিলীপ ঘোষ। এ সময় ২০ লিটার ভেজাল ঘি ও ৩০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।
রোববার (৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ডিবি পুলিশের একটি দল হাবাসপুর গ্রামে এই অভিযান চালায়। এসময় ২০ লিটার ভেজাল ঘি ও ৩০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। আটক করা হয় স্থানীয় অশোক ঘোষের দুই ছেলে কমল ঘোষ ও দিলীপ ঘোষকে। এছাড়া ভেজাল দুধ ও ঘি তৈরির কাজে ব্যবহৃত কস্টিক সোডা, পাম অয়েল, সয়াবিন তেল, জেলি ও মেশিন জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মো. নিজাম উদ্দীন মোল্যার তত্ত্বাবধানে এসআই রুবেল আহমেদ নেতৃত্বে এএসআই শিমুল পারভেজ সহ গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল দুধের কারবারি কমল ও দিলীপ এসব বিষয় স্বীকার করে।
তারা বলেন, ৫০০ গ্রাম দুধ ও ৫০০ গ্রাম পামঅয়েল দিয়ে বিক্রয় করা হয়। এছাড়া সয়াবিন তেল ও জেলির সাথে মাখন মিশিয়ে জ্বাল দিয়ে ঘি বানাতেন তারা। দীর্ঘ ৭ বছর যাবত তারা এই ব্যবসা করে আসছেন।
পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।