বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ট্রাকচাপায় শিশুসহ অটোভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন।
তারা হলেন- ওই উপজেলার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫), ময়েজ উদ্দিনের ছেলে মোতালেব (৩০) ও উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১২)। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সন্ধ্যারাতে ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোভ্যান ভুইয়াগাঁতী থেকে ঘুড়কার দিকে যাচ্ছিল। এ সময় উল্লিখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের ১ যাত্রী নিহত হন এবং ৬ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো ১ জন ও রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।