রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ সোনারপাড়া গ্রামে আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন চার শতাধিক মানুষ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন ।এ ঘটনা ঘটে গত বৃহস্পতিবার ।
জানা গেছে, গাজী খাঁ (দক্ষিণ সোনারপাড়া) গ্রামের আব্দুস সালাম মিয়া'র পুত্র লিটন মিয়া'র বাড়িতে সেদিন তার ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয়েছিল। এতে প্রায় ৫ শতাধিক পুরুষ, মহিলা ও শিশু অংশ গ্রহণ করে । এদিকে দাওয়াত খাওয়ার পর বিকেল থেকে অনেকের জ্বর, বমি, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। প্রাথমিক অবস্থায় অধিকাংশরাই বাড়িতে চিকিৎসা নিতে থাকলেও শনিবার থেকে তাদের অনেকেই হাসপাতালে ছুটে আসেন অনেকে। এখনও অনেকেই বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রোববার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০জনকে চিকিৎসা দেয়া হয়েছে । একাধিক সূত্র জানায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ শতাধিক ।
দাওয়াত খেয়ে অসুস্থ আজিজুল হক বলেন, দাওয়াত খেয়ে আসার পর রাত থেকেই পাতলা পায়খানাসহ জ্বর। পরে মেডিকেলে ভর্তি হয়েছি। আমার পরিবারের সবারে একই অবস্থা।
শাফিউল ইসলাম বলেন, আকিকার দাওয়াত খাওয়ার পরেই সকাল থেকে পাতলা পায়খানাসহ প্রচণ্ড জ্বর। আমি একজন ঢাকার গার্মেন্টস কর্মী। আজ থেকে আমার অফিস খোলা হলেও আমি অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানি না চাকরি থাকবে কি'না। একই অবস্থা অনেকের । দাওয়াত আয়োজনকারী লিটন মিয়া জানান, আমরা খুবই যত্নসহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। এমনটা হওয়ার কথা নয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম মন্ডল (রিমন) বলেন, শুক্রবার থেকে হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়া জনিত রোগী বাড়তে থাকে। দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এখন পর্যন্ত অর্ধশতের মত রোগী ভর্তি হয়েছে আবার অনেককে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, খাবারে ফুড পয়জনিং এর কারণে এমনটা হতে পারে এছাড়াও খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে, যা থেকে এই সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । তবে কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।