ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অপারেশন ডেভিল হান্টে দুমকিতে আটক ২

অপারেশন ডেভিল হান্টে দুমকিতে আটক ২

ঈদুল ফিতরের পর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাজন (৪২) এবং মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ (৪৫)।

পুলিশ জানায়, শনিবার (৫ এপ্রিল) রাত ৮টায় আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে রেজাউল হক রাজনকে এবং রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদ আহমেদকে আটক করা হয়।

আটক রেজাউল হক রাজনকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, ২০২২ সালে প্রতিবেশী মো. আবু গাজীর ছাগল চুরির মামলায় তাকে একবার আটক করা হয়েছিল।

অন্যদিকে, ফরিদ আহমেদের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মারমুখী অবস্থানের ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় তার কর্মস্থল আজিজ আহম্মেদ কলেজের শিক্ষক-কর্মচারীরা তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করে চাকরিচ্যুত করার দাবি জানান। পরে কলেজের গভর্নিং বডি ফরিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করে।

এছাড়া অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ভুয়া সনদের মাধ্যমে তার স্ত্রী নাহিদ আক্তার লিটিকে বশিরিয়া দারুচ্ছুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চাকরি পাইয়ে দেন তিনি।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ‘আলোকিত বাংলাদেশ’-কে জানান, গ্রেপ্তারের ঘটনা সত্য। আটক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে দেশের বিভিন্ন স্থানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দুমকীতে দলটির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠে আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ২০২৪ সালের ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন।


আবা/এসএস

আটক,দুমকি,অপারেশন ডেভিল হান্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত