চট্টগ্রামে জোড়া খুনের মামলায় দুই আসামির ৪ দিনের রিমান্ড
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২০:২৫ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা অংশে প্রাইভেটকার ধাওয়া করে গুলি চালিয়ে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মো. বেলাল ও মানিকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৬ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন জানান, দুই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ৩ এপ্রিল ভোরে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে বেলাল এবং ফটিকছড়ি উপজেলা থেকে মানিককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিসিটিভি ফুটেজে বেলালকে গুলি চালাতে দেখা গেছে।