ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা-ঝিনাইগাতী সড়কে ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, যাত্রীকে ছুরিকাঘাত

ঢাকা-ঝিনাইগাতী সড়কে ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, যাত্রীকে ছুরিকাঘাত

ঢাকা-ঝিনাইগাতী মহাসড়কে যাত্রীবাহী বাসে হেলপার ও সুপারভাইজার সেজে ডাকাতির চেষ্টা করে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

পরে পুলিশি তৎপরতায় বাস ফেলে চালকসহ সবাই পালিয়ে গেলেও এক ডাকাতকে আটক করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে শেরপুর জেলার নকলা ও সদর উপজেলার সীমান্তবর্তী নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম সাকিল আহমেদ (২৭)। তিনি শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে এবং ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘তাকিফ পরিবহন’ নামের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ঝিনাইগাতীর উদ্দেশে রওনা হয়। পথে বাসের টিকিট ও ভাড়া চেক না করা, সুপারভাইজার ও হেলপারদের কথাবার্তা যাত্রীদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। দুপুরে বাসটি জনবসতিহীন এলাকায় পৌঁছালে ছদ্মবেশী ডাকাতরা যাত্রীদের ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে সাকিল আহমেদকে পেছন থেকে ছুরিকাঘাত করে এক ডাকাত।

এ সময় চালক বাস না থামিয়ে দ্রুত গতিতে শেরপুরের দিকে এগিয়ে যেতে থাকলে যাত্রীরা চিৎকার শুরু করে। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ চেকপোস্ট বসালে ডাকাতরা বাস থামিয়ে পালিয়ে যায়। পরে চালক আলমগীর হোসেন (৩০)-কে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আহত যাত্রী।

ঘটনাটি এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সাধারণ মানুষ।

ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত