ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে ইফতার খেয়ে ৭০ জন অসুস্থ, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঈশ্বরদীতে ইফতার খেয়ে ৭০ জন অসুস্থ, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনার ঈশ্বরদীতে ইফতারে মোরগ-পোলাও খেয়ে অন্তত ৭০ জন অসুস্থ হওয়ার ঘটনায় দায়ী ঢাকা বিরিয়ানি হাউজসহ ১২টি প্রতিষ্ঠান ও বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ এপ্রিল) ঈশ্বরদী স্টেশন রোড, দাশুড়িয়া ট্রাফিক মোড় ও ঈশ্বরদী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি টিকিট কাউন্টার ও ৪টি বাস থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫০ হাজার টাকা এবং খাবারের মান ও পরিবেশের কারণে ৩টি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান অভিযান পরিচালনা করেন। এতে সেনাবাহিনীর একটি চৌকস দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, ঈদের পর যাত্রী চাপে অনেক বাস কাউন্টার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি আদায় করছে। পাশাপাশি নোংরা পরিবেশ ও মানহীন খাবার পরিবেশন করায় অভিযুক্ত রেস্টুরেন্টগুলোকে জরিমানা করা হয়েছে।

এর আগে, ঈশ্বরদীতে একটি ইফতার আয়োজনে মোরগ-পোলাও খেয়ে ৭০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

জরিমানা,ইফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত