ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বিএনপির ২ নেতাকে বহিষ্কারের সুপারিশ

সিরাজগঞ্জে বিএনপির ২ নেতাকে বহিষ্কারের সুপারিশ

সিরাজগঞ্জে বিএনপির প্রভাবশালী দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর জেলা বিএনপি এ সুপারিশ করেছেন।

বিএনপির ওই দুই নেতা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত বহিষ্কারের সুপারিশপত্র শনিবার বিকেলে প্রাপক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পাঠানো হয়। এ সুপারিশ পত্রে উল্লেখ করা হয়েছে, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান লেবু সদর উপজেলার রতনকান্দি হাট ও কান্দাপাড়া হাট থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়।

এছাড়া যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ ২ জনের বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপির পক্ষ থেকে মজিবুর রহমান লেবুকে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং রাশেদুল হাসান রঞ্জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।

কিন্তু মজিবুর রহমান লেবুকে মৌখিকভাবে সতর্ক করার পরও তিনি সতর্ক হননি এবং তিনি ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হন।

এছাড়া রাশেদুল হাসান রঞ্জনের কারণ দর্শানোর নোটিশের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাদের দুজনকে দল থেকে বহিষ্কারের এ সুপারিশ করেছেন জেলা বিএনপি। দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য অভিযুক্ত দুই নেতাকে দ্রুত বহিষ্কারের অনুরোধ জানানো হয়েছে সুপারিশ পত্রে।

বিএনপি,বহিষ্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত