ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. সৈকত হোসেন (২০) নামে মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাকে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রোববার (৬ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর মতলব উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি সৈকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৩২ কেজি গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বহু অপরাধী আইনের আওতায় এসেছে।

মতলব,যৌথ বাহিনী,অভিযান,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত